স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সরকারি মহিলা কলেজ থেকে পলাশপাড়ার মোড় পর্যন্ত ইউজিআইআইপি-২ অর্থায়নে ৭০০ মিটার ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের নিকট মাটি কেটে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।
মেয়র টোটন জোয়ার্দ্দার বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হতে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে এ এলাকার মানুষ বর্ষা মরসুমে পানির সাথে সংগ্রাম করে বসবাস করে। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে আর জলাবদ্ধতা হবে না। পর্যায়ক্রমে এ এলাকার সব সমস্য সমাধান করা হবে। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউছার, ফিল্ড সুপারভাইজার ইউজিআইআইপি-২’র উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন. পৌর কাউন্সিলর সেলিনা ইয়াসমিন শম্পা ও নাজমুস সালেহীন লিটন প্রমুখ।