আলমডাঙ্গার বলিয়ারপুর দুবলোকুঁড়ি বিলের পাহারাদারকে বেঁধে রেখে বিষ প্রয়োগে প্রায় ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট

আলমডাঙ্গা ব্যুরো: রাতের আঁধারে বিষ দিয়ে আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর দুবলোকুঁড়ি বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি পাহারাদারের সাথে বিরোধে জড়িয়ে গতপরশু রাতে পাহারাদারকে বেঁধে রেখে এ ঘটনা ঘটিয়েছে। নাগদাহ গ্রামের ৩ সহোদর ওদু, সুরুজ ও জাহিদ ওই অপকর্ম করেছে এমন অভিযোগ তুলে এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারসূত্রে জানা গেছে, উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের দুবলোকুঁড়ি বিলে মাছচাষ করেন নাগদাহ গ্রামের মৃত আলতাফ হোসেন জোয়ার্দারের ছেলে ইফতেখার হোসেন জোয়ার্দার বুবলা মিয়া। বুবলা মিয়া বর্তমানে চুয়াডাঙ্গা শেখপাড়ায় বসবাস করেন। বিল পাহারা করেন পাহারাদার দমদম গ্রামের আজিবর রহমান মটর। সম্প্রতি নাগদাহ গ্রামের শমসের আলীর ৩ ছেলে পাহারাদারের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে গতপরশু রোববার রাতে পাহারাদারকে বেঁধে রেখে শমশের আলীর ৩ ছেলে ওদু (৪৫), সুরুজ (৩৮) ও জাহিদ (৩৩) বিলে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকালে বিলে মাছ মরে ভেসে ওঠে। এ বিষ প্রয়োগের ঘটনায় দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্পসহ প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে বিল মালিক বুবলা মিয়া দাবি করেছেন। গতরাতে এ সংবাদ লেখা পর্যন্ত বুবলা মিয়ার সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষ প্রয়োগকারীরা মীমাংসার প্রস্তাব দিয়েছেন। গতকাল দুপুরে বিল মালিক বুবলা মিয়া আলমডাঙ্গা থানায় এ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন।