খবর: (ঝিনাইদহের আ.লীগে একক প্রার্থী বিএনপিতে কোন্দল)
সবাই খাবেন মাছের মুড়ো
সবাই পেটি খাবেন,
সবাই ভোটে এমপি হয়ে
ঢাকার পানে যাবেন।
সবাই নেবেন বড় চেয়ার
ক্ষমতা চান সবাই,
ওদের জন্য দিতে হবে
লম্ব খাসি জবাই।
সবাই নেতা সবাই সাহেব
দেবেন না ছাড় কেউ,
হাত ওঠে না পা চলে না
খায়েস করে সেও।
-আহাদ আলী মোল্লা