টিপ্পনী

 

খবর:(বিজিবি সদস্যের স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে যুবককে মারপিট)

 

খবর: (বড় শলুয়ায় পরকীয়া : সালিসের কথা শুনে প্রেমিক পিকলু লাপাত্তা)

 

হায়রে মজার পিরিত খেলা

বুড়ি এবং বুড়ো,

ফোনে ফোনে মজার কথায়

মন ভেঙে হয় গুঁড়ো।

 

ঘরের বিবি পরের বাড়ি

যাচ্ছে গভীর রাতে,

মোবাল নিয়ে কলে কলে

কে মজে কার সাথে।

 

মান বুঝি আর থাকলো নারে

মর্যাদা সব শেষ,

বাইরে ঘরে একই দশা

পরকীয়ার দেশ।

 

-আহাদ আলী মোল্লা