মাথাভাঙ্গা মনিটর: অ্যারন ফিঞ্চের রেকর্ড গড়া ইনিংসে ২০০ দিন পর আন্তর্জাতিক মঞ্চে প্রথম জয় পেলো অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সাউদাম্পটনে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে শনিবার ডারহামে। অস্ট্রেলিয়া: ২৪৮/৬ (২০ ওভার)ইংল্যান্ড: ২০৯/৬ (২০ ওভার)ফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী।ম্যাচসেরা ফিঞ্চের ১৫৬ রানের ইনিংসই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন শীর্ষ স্থান দখল করলো। মাত্র ৬৩ বলে ১১ বাউন্ডারি ও ১৪ ওভার বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন অসি ওপেনার। এছাড়া সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের নাম লেখালো অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন খেলেছেন ১৬ বলে ৩৭ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস। অ্যাশেজ সিরিজে ৩-০ ব্যবধানে শিরোপা জিতে নেওয়া ইংল্যান্ড এদিন বড় লক্ষ্যে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে। জো রুটের হার না মানা ৪৯ বলে ৯০ রানের ইনিংসও দলকে জেতাতে ব্যর্থ হয়। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল পাকিস্তানি ফাওয়াদ আহমেদের। চার ওভার বল করে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। অসিদের পক্ষে দুটি করে উইকেট দখলে নেন জোশ হ্যাজলউড ও মিচেল জনসন। অস্ট্রেলিয়া এর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল এ বছর ১০ ফেব্রুয়ারি। মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সেবার ওয়ানডে সিরিজ ৫-০ তে নিশ্চিত করে তারা।