জয়রামপুরের রাস্তার পাশের জঙ্গল থেকে সংজ্ঞাহীন কিশোর উদ্ধার : দুর্ঘটনা নাকি আড়ালে অন্য কিছু?

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুর মল্লিকপাড়ার কলিম উদ্দীনকে (১৮) রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার বাইসাইকেলটি অবশ্য রাস্তার ওপর থেকেই উদ্ধার করা হয়েছে। কিশোর কলিম কি কোনো কিছুর ধাক্কায় আছড়ে পড়ে জ্ঞান হারিয়েছে নাকি আড়ালে অন্য কোনো ঘটনা লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জয়রামপুর মল্লিকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে কলিম উদ্দীন সংজ্ঞাহীন অবস্থায় ছিলো। অনেকেরই ধারণা কলিম উদ্দিন জয়রামপুর মেন রাস্তা থেকে বাড়ির রাস্তায় রওনা হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।