চেয়ারম্যান পদে ফজলুর রহমান হাসনাত ও রবের মনোনয়নপত্র ক্রয়
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। গতকাল বুধবার চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জুড়ানপুরের ফজলুর রহমান, উপজেলা বিএনপি একাংশের সভাপতি মদনার খাজা আবুল হাসনাত ও দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা দর্শনা পরানপুরের হাবিবুর রহমান বুলেট মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১ জন করে এবং বিএনপি থেকে ৩ জনসহ মোট ৫ জন এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের ১ জন করে এবং বিএনপি থেকে ২ জনসহ মোট ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম। তবে এখনও পর্যন্ত বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।