একাংশের প্রার্থী লাড্ডু মধু ও পাপিয়া
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা বিএনপি উপজেলা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। দলীয় প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও শেষমেশ কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে গতকাল অনুষ্ঠিত জরুরি মতবিনিময়সভা। তবে অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বাধীন বিএনপি একাংশের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মধু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে পাপিয়া ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে গতকাল ঘোষণা করা হয়।
জানা গেছে, গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণার জন্য বিএনপির উদ্যোগে জরুরি বৈঠক বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শেখ বাড়ির আমবাগান চত্বরে অনুষ্ঠিত হয়। এখানে দলীয় সমর্থিত প্রার্থীদের ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইস্রাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহসভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, ইফতেখারুজ্জামান, ডা আলাউদ্দীন, রেজাউল করিম, বোরহান উদ্দীন, সহিদুজ্জামান মিল্টন, আব্দুল লতিফ, আব্দুস সোবহান, মহিনুল ইসলাম, বিল্লাল হোসেন, আলী হোসেন, আমজাদ হোসেন, আব্দুল ওহাব মাস্টার, আব্দুর রশিদ, তোজ্জামেল হক, আব্দুল হান্নান, লিয়াকত আলী, অহিদুর রহমান, সন্টু মিয়া, জমির উদ্দীন, আব্দুল হান্নান, কামাল হোসেন, মুসা মিয়া প্রমুখ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বলেন, একাধিক ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী থাকায় এ সভায় তাৎক্ষণিকভাবে একক প্রার্থী ঘোষণা করা সম্ভব হয়নি। তবে ২/৩ দিনের মধ্যে প্রার্থীর তালিকা চূড়ান্ত করে জানানো হবে। সহসভাপতি আসিরুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের ১৯ দলের পক্ষে একক প্রার্থী ঘোষণা করা উচিত। এ জন্য সমস্ত নেতাকর্মীকে এক হয়ে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
অপরদিকে গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অহিদুল ইসলাম বিশ্বাস গ্রুপ জরুরিসভায় আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি একাংশের সাধারণ সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মধু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পাপিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। আলমডাঙ্গা উপজেলা, পৌরসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদকের উপস্থিতি ও সম্মতিতে প্রার্থী ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলমডাঙ্গা পৌরমেয়র মীর মহিউদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, বিএনপি নেতা কামরুজ্জামান বকুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর ইসমাইল হোসেন, সহসভাপতি মোশারফ হোসেন, হাসিবুল হক কমিশনার, পৌর ভারপ্রাপ্ত সম্পাদক আয়ুব আলী, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, শাহাজ উদ্দীন মাস্টার, হাসানুজ্জামান, আলী আকবার, সাইফুল ইসলাম কনক, কবির হোসেন প্রমুখ। প্রার্থিতা ঘোষণার পর প্রার্থীদের পক্ষে শহরে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।