মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের ওয়াপদার মোড়ে হোটেলমালিক ও তার কর্মচারীদের মারধরের অভিযোগে ব্যবসায়ীরা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হোটেল ব্যবসায়ী কাওছার আলীকে মারধরের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মেহেরপুর পৌরসভার দীঘিরপাড়ার মিন্টু মিয়া (২৮) নামের এক যুবককে আটক করায় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
গতকাল রোববার দুপুর সাড়ে তিনটার দিকে শহরের ওয়াপদার মোড়ে অবস্থিত কাওছার আলীর হোটেলে কয়েক যুবক খাওয়ার পর মূল্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। হোটেলমালিক কাওছার টাকা চাইলে তাকে ও তার কর্মচারীকে মারধর করে পালিয়ে যায় ওই যুবকেরা। তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ওয়াপদা মোড়ে গাছ ফেলে সড়ক অবরোধ করে। এতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দু ঘন্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানা পুলিশ ওয়াপদা মোড় থেকে মিন্টু নামের এক যুবককে আটক করে। মিন্টু মিয়া দীঘিরপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গণির ছেলে। মারধরের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান।