গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার আকুবপুর গ্রামের দিপু (১০) নামের এক স্কুলছাত্র ট্রাকচাপায় নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খলিশাকুণ্ডি ক্যাম্পে রাখার পাশাপাশি ট্রাকটিও আটক করেছে। দিপু হোগলবাড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে এবং হোগলবাড়িয়া-মহাম্মদপুর হাজি ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, বাড়ি থেকে বাইসাইকেলযোগে খলিশাকুণ্ডি গ্রামের পাইকপাড়ায় বোনের বাড়ির উদ্দেশে রওনা দেয় দিপু। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের হরিতলায় পৌঁছুলে দ্রুতগতির একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-২৩২৪) দিপুকে চাপা দেয়। ট্রাকের চাকায় দিপুর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে শোক বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।