দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে শ্যামপুর ২ নম্বর গেট এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় দামুড়হুদার প্রতাপপুরের মিলন নামের এক যুবককে আটক করা হয়। মিলনসহ ৩ জনের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও ল্যান্স নায়েক রাসেল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের শ্যামপুর ২ নম্বর গেট এলাকায়। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওঁত পেতে থেকে আটক করা হয় দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গোরস্তানপাড়ার আব্দুল কাদেরের ছেলে মিলনকে (২৫)। মিলনের কাছ থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মিলনকে আটক করা হলেও দুজন মাদককারবারী পালিয়ে যায়। আটককৃত মিলন বলেছে, এ ফেনসিডিল দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে ঝন্টু, একই পাড়ার মওলা বক্সের ছেলে রাজ্জাক ও জয়নগরের জনৈক মাসুমের। মিলন এ ঘটনার সাথে জড়িত নয় বলেও দাবি করেছে। তবে ঝন্টু ও রাজ্জাক তাদের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় হাবিলদার শওকত আলী বাদী হয়ে গতকাল রাতেই দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁজাডাঙ্গার মোহর আলীর ছেলে হযরত আলী, নাস্তিপুরের মফিল মণ্ডলের ছেলে মোমিন ও আটককৃত মিলনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। ফেনসিডিলসহ মিলনকে আটকের সময় হযরত ও মোমিন পালিয়ে যায়। এদিকে গতপরশু বৃহস্পতিবার রাত দুটোর দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে জাহাজপোতা মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।