চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদায় ও বরণ

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজের গোবিন্দপুর গ্রামের বাড়ি সংলগ্ন মাঠ চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন ডা. মামুন, ক্রীড়া শিক্ষক ইখতিয়ার আহমেদ, দেশটিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, চ্যানেল নাইন চুয়াডাঙ্গা প্রতিনিধি উজ্জ্বল মাসুদ, শাহানাজ হোসেন প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সামনে শোভন কোচিং সেন্টারের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এ বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক মো. মোজাফফর হোসেন জহুরুলের নিজ বাড়িতে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক মো. মামুর আলম ওয়ারা টিটু, মোছা. শাহীনুর আক্তার লাখী, মোছা. লাবণী খাতুন, মো. মিনারুল ইসলাম ও মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার মো. কামরুজ্জামান বেল্টু। বিদায়ী শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে শিক্ষক মো. জহুরুল ইসলামের হাতে উপহার তুলে দেয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য রাখেন শিক্ষক মো. জহুরুল ইসলাম, মো. মামুর আলম ওয়ারা টিটু, মো. মিনারুল ইসলাম ও সাংবাদিক মো. কামরুজ্জামান বেল্টু।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গত বছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল দামুড়হুদা গুলশানপাড়ার ইজি কোচিং সেন্টারে সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান অধ্যাপক শরীফুল আলম মিল্টন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল কাবির, মাও. জালাল উদ্দীন প্রমুখ। বক্তব্য রাখেন- কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ।

নতিপোতা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুত্রুবার বেলা ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মো. মজিবার রহমান। উপস্থিত ছিলেন- দামুড়হুদা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফাকের আলী, কিবরিয়া আলম প্রমুখ। উপস্থাপন করেন শিক্ষক এনামুল হক।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর প্রাইড একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার জীবননগর আঁশতলাপড়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামবাজার আলফাতুন্নেছা কলেজের প্রভাষক মীর আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্নী জীবননগর লেডিস ক্লাবের সভানেত্রী সামসুন নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আ. লতিফ অমল। বক্তব্য রাখেন- শিক্ষক আ. লতিফ, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক নির্মল কান্তি, সুজাউল ইসলাম, সামাউল হক, জীবননগর আদর্শ মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক মাসুদ উর রহমান, ফিরোজ আহাম্মেদ, খলিলুর রহমান, আব্দুল আওয়াল, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমআর বাবু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, যুগ্মসম্পাদক জাহিদ বাবু, সাংবাদিক কাজী শামসুর রহমান প্রমুখ।  অনুষ্ঠানে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন কৃতি ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন প্রাইড একাডেমিক কোচিঙের পরিচালক সোহেল রানা ও একরামুল হক। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করে দশম শ্রেণির ছাত্রী শিফা, সাদিয়া ও সাংবাদিক মাজেদুর রহমান লিটন।