গাংনী প্রতিনিধি: আগামী ৭ ফেব্রুয়ারি গাংনীতে ‘গণিত ও বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত হবে। গাংনী গণিত পরিবারের আয়োজনে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ উৎসব চলবে। গতকাল রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে এ উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। উৎসবের ফলাফল ও অংশগ্রহণের হার বিবেচনা করে সেরা ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল হক। বক্তব্য রাখেন গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, গাংনী গণিত পরিবারের পরিচালক আবির সাফি বিন্দু, গণিত পরিবারের সদস্য আশিক, দিপ্ত ও হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন হাঙ্গার প্রকেক্টের ইউসি আমিরুল ইসলাম অল্ডাম ও মোমিনুল ইসলাম।