মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কাথুলী সড়কে অবস্থিত হার্ডওয়ার ও দুটি ভিডিও দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির সনদপত্র না থাকায় আখিঁ ট্রেডার্সের মালিক আলী হোসেনের কাছ থেকে ৫শ টাকা, অশ্লীল ভিডিও রাখার দায়ে মোকলেছুর রহমান এবং নাসিরউদ্দীনের কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারা এবং দণ্ডবিধির ২৯৩ ধারায় এ অর্থদণ্ড করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।