ওয়ারেন্টভূক্ত আসামি পদ্মবিলা গ্রামের গৃহবধূ শিখা খাতুনকে ছেড়ে দিয়েছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার: ওয়ারেন্টভূক্ত আসামি পদ্মবিলা গ্রামের গৃহবধূ শিখা খাতুনকে ছেড়ে দিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার থেকে তাকে আটক করে গতকাল বুধবার দুপুরে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামের প্রবাসী আজিজুল হকের স্ত্রী শিখা খাতুন। তার বিরুদ্ধে প্রতারণার মামলায় ওয়ারেন্ট থাকার কারণে তাকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জিল্লুর ও এএসআই তকিবুর গত মঙ্গলবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার থেকে আটক করেন। পরে তাকে আদালতে না দিয়ে রহস্যজনক কারণে ছেড়ে দেয়।

এ বিষয়ে এএসআই তকিবুরের সাথে ফোনে কথা বললে তিনি জানান আমি এ বিষয়ে কিছু জানি না, ওসি সাহেব জানেন। পরে তিনি ফোন ব্যাক করে বলেন রিকল থাকার কারণে তাকে ছাড়া হয়েছে। এ বিষয়ে এসআই জিল্লুর জানান রিকল ছিলো তাই তাকে ছাড়া হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

Leave a comment