চুয়াডাঙ্গা এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: সুস্থ মনের জন্য সুস্থ দেহ অপরিহার্য। আর সুষ্ঠুভাবে লেখাপড়ার জন্য শিক্ষার্থীকে সুস্থ মনের অধিকারী হতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সেটি অর্জন সম্ভব। এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের সাংবাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই চাহিদা পূরণে সচেষ্ট রয়েছে। এটা ভবিষ্যত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। গতকাল এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন এসব কথা বলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। বিভিন্ন গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আমার পর্যবেক্ষণ এই যে, এ বিদ্যালয়ের খেলোয়াড়েরা সেই শক্তিতে শক্তিমান এবং বলে বলীয়ান।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান জোয়ার্দ্দারের সভাপতি দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানের প্রথমপর্ব সকাল দশটায় পর্যায়ক্রমে জাতীয় পতাকা সহযোগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, খেলোয়াড়দের বর্ণাঢ্য মার্চপাস্ট, উদ্বোধনী ঘোষণার সাথে শান্তির বার্তাবাহক শ্বেতকপোত অবমুক্তকরণ ও বেলুন উড্ডয়ন, ক্রীড়া শপথ ও অগ্নিপ্রজ্জ্বলন করে মশাল মাঠ প্রদক্ষিণ করা হয়। মোট ৪৪টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকাল চারটায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যগীতের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের মনোরঞ্জন করেন। সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. আলী আখতারের ধন্যবাদ জ্ঞাপনের পর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, পৌর কাউন্সিলর সাইফুল আরিফ বিশ্বাস লিটু, পৌর কাউন্সিলর শহিদুল কদর জোয়ার্দ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলুল হক মালিক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ওবাইদুল হক জোয়ার্দ্দার।