কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির নবীনদের বরণ ও দু সিনিয়র শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক হাজি আ. গফুর, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আকলিমা খাতুন, আলাউদ্দিন, রাফিয়া বেগম, মসলেম উদ্দিন, শরীফ উদ্দিন, মহিবুল্লাহ, শিরিনা, ফরহাদ ও মশিউর রহমান। অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী দু সিনিয়র শিক্ষক ইম্মানুয়েল মণ্ডল ও আব্দুস ছাত্তারকে স্কুলকর্তৃপক্ষ ও ছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন বিদায় জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক জেসমিন আক্তার।