দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ দর্শনা মোহাম্মদপুরের রেখা নামের এক মহিলা ফেনসিডিল বহনকারীকে আটক করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলীর নেতৃত্বে ল্যান্সনায়েক রাসেলসহ সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর চাতালপাড়ার কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রমিজ উদ্দিনের স্ত্রী শামসুন নাহার ওরফে রেখাকে (৩৯) আটক করে। বিজিবি সদস্যরা একজন মহিলা পুলিশের সহযোগিতায় আটককৃত রেখার শরীরের বিভিন্ন স্থানে সেটিং করা অবস্থায় উদ্ধার করেন ২৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার শওকত আলী বাদী হয়ে গতকালই রেখার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত রেখা নিজেকে দর্শনা জয়নগরের মুর্শিদের ছেলে অভিযুক্ত মাদক সম্রাট জামালের জোন হাজিরায় ফেনসিডিল বহনকারী বলে দাবি করেছেন। এদিকে বিজিবির একই দল গত শুক্রবার রাত ১১টার দিকে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গলাইদড়ি ব্রিজ নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ২শ বোতল ফেনসিডিল।