দর্শনা আনোয়ারপুরে মধ্যবয়সী এক নারী ও পুরুষ বাড়ি ভাড়ায় নিয়ে পাতে প্রতারণার ফাঁদ

মুরগির মাংস খেয়ে অজ্ঞান : মালামাল নিয়ে চম্পট প্রতারক দম্পতি

দর্শনা অফিস: দর্শনা আনোয়ারপুরে বাড়ি ভাড়া নিয়ে মুরগির মাংস খেয়ে অজ্ঞান করে নগদ টাকা সোনার গয়নাসহ মূল্যবান মালামাল নিয়ে সটকেছে প্রতারক দম্পতি। সম্প্রতি মধ্যবয়সী পুরুষ ও মহিলা বাড়ি ভাড়া নিয়ে  বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের সাথে প্রতারণা করে সটকেছে। অজ্ঞাত পদার্থ খেয়ে ৫ জন হাসপাতালে।

জানা গেছে, দিন পাচেক আগে দর্শনা পৌর শহরের আনোয়ারপুরের খোরশেদ আলমের বাড়িতে ঘরভাড়া নেয় মধ্যবয়সী এক দম্পতি পরিচয়দানকারী। বাড়ি ঝিনেইদহে বলে পরিচয় দিলেও নামধাম বলেনি কেউ। অল্প সময়ের মধ্যেই বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ার সাথে গড়ে তোলে ঘনিষ্ঠ সম্পর্ক। এরা গত পরশু শুক্রবার রাতে প্রতারণার চূড়ান্ত পদক্ষেপ নেয়। একটি বড় মুরগি কিনে আনে। রাতে ওই মুরগি রান্না করে। বাটিতে করে সকলের ঘরে ঘরে পৌছে দেয়। রাতে মজায় মজায় মুরগির মাংস খেয়ে বাড়ির সকলেই সঙ্গাহীন হয়ে পড়ে। এ সুযোগে বাড়ির সবকটি ঘরের মালামাল তছনছ করে খুঁজতে থাকে নগদ টাকা, সোনার গয়না-গাটি, মোবাইলফোনসহ মূল্যবান মালামাল। প্রতারকরা নগদ প্রায় ১০ হাজার টাকা, সোনার গয়নাগাটি ও ৫/৬টি মোবাইলসহ বাড়ির মূল্যবান মালামাল নিয়ে রাতের আধারেই পালিয়ে যায়। পরদিন অথাৎ গতকাল গতকাল শনিবার সকাল ১০ বাজলেও বাড়ির কারো ঘুম না ভাঙলে প্রতিবেশীদের সন্দেহ হয়। প্রতিবেশীরা খোরশেদের বাড়িতে গিয়ে দেখে বাড়ির দরজা খোলা, মালামাল তছনছ করা। অজ্ঞান হয়ে পড়ে রয়েছে জাহানারা (৪০), রুপা (২৫) আয়েশা (৫০), আনোয়ারা (৩২) ও সুমা (২৩)। এদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। দিনভর চিকিৎসার পর বিকালে জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলে প্রতারিত হওয়ার বর্ণনা দেন তারা।