স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলায় দু যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু চালকসহ নিহত হয়েছে ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার সেনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক ঝিনাইদহের হলিধানীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে তছলিম (৪২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নলখুলা গ্রামের জলিল উদ্দিন (৮৫) ও কিতাব (৪২)। নিহত অপর চালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেলে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সাথে ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলগামী ফাতেমা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু বাসচালক নিহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।