স্টাফ রিপোর্টার: মাগুরার একটি গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত এক বৃদ্ধ হাসপাতালে মারা গেছেন। সদর উপজেলার আসবা গ্রামের এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় নারায়ণ চন্দ্র বিশ্বাসের (৬০)। এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে স্থানীয় যুবকদের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা করতে যান নারায়ণ। এ সময় কথা কাটাকটির একপর্যায়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পর থেকেই অভিযুক্ত মনোজ ও দেবব্রত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।