স্টাফ রিপোর্টার: সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সাথে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দিতে আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, সুপ্রিমকোর্টের বিচারকদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা দেয়ার একটি প্রস্তাব আইন ও বিচার বিভাগ থেকে পাঠানো হয়েছিলো। মন্ত্রিসভা তাতে ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। যাচাইবাছাই শেষ হলেই সুপ্রিমকোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’র খসড়া সংসদে তোলা হবে বলে জানান সচিব। তিনি জানান, সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের আইন অনুযায়ী বেতন-ভাতা পেতেন। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়। নতুন করে আবার বেতন বৃদ্ধির কারণ জানতে চাইলে মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, এটি যুক্তিসঙ্গত। সবারই বেতন ভাতা কম। এ পরিমাণ বাড়ানোর পরও কম থাকবে।