ফরিদপুরে যুগলের বিষপান : প্রেমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার ভোরে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বামনদী গ্রামে ভবতোষ বিশ্বাসের ছেলে আশুতোষ বিশ্বাস (২০) মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় নীলিমা সরকারকে (১৯) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুতোষ মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছে। আর নীলিমা একাদশ শ্রেণির ছাত্রী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. শফিকউল্লাহ জানান, নীলিমা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল। মেগচামী ইউপি চেয়ারম্যান সাবিরউদ্দিন সাবির বলেন, একই কলেজের এ দু শিক্ষার্থীর মধ্যে প্রেমসম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে পরিবার থেকে মেনে না নেয়ায় তারা একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তিনি জানান, খুব ভোরে ওরা দুজনে গ্রামের মাঠে গিয়ে কীটনাশক পান করে। আশুতোষ সাথে সাথেই মারা যায়। নীলিমা গুরুতর অসুস্থ হয়ে মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকে। সকাল সাতটার দিকে মাঠে কাজ করতে গিয়ে স্থানীয়রা তাদের দেখে বাড়িতে খবর দেয়। পরে সেখান থেকে নীলিমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি। ওই গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ রায় বলেন, আশুতোষের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। মধুখালী থানার এসআই পলাশ কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে আশুতোষের লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।