বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে গত সোমবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ, সোনার গয়নাগাটিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত সোমবার ফজলুর রহমান বাজারগোপালপুর পশুহাটে গরু বিক্রি করেন। ওই রাতে ৮/১০ জনের ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে তার বাড়ির লোকদের জিম্মি করে গরু বিক্রির নগদ ৪৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল, ১টি সোনার চেন ও অন্যান্য জিনিসসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। এ বিষয়ে বাজারগোপালপুর ক্যাম্প ইনচার্জ শিবু প্রসাদ জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে গৃহকর্তা লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানাননি।