কার্পাসডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কে এক মোটরসাইকেলে তিনজন চড়ে বেপরোয়া গতি

গাছের সাথে ধাক্কা : চালক ডালিমের মর্মান্তিক মৃত্যু

 

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: কার্পাসডাঙ্গা বাজার থেকে এক মোটরসাইকেলে তিনজন বাড়ি ফেরার পথে ঘটলো দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো চালক যুবক ডালিমের। আহত হয়েছে আরও দুজন। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গেছে, গতকাল সোমবার বেলা পৌনে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ডালিম (২৬), একই গ্রামের নজীর আহমেদের ছেলে আশমাতুল্লাহ (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড়ের মৃত আব্দুর রহমানের ছেলে আলমগীর (৩৫) হোসেন কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরপুর গ্রামে ফিরছিলো। তারা কার্পাসডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কের পীরপুরকুল্লা ব্রিজ নামকস্থানে পৌছুলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সাথে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয় তিনজনই। আহতদের মধ্যে ডালিমকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এছাড়া আহত আলমগীর ও আশমাতুল্লাহকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহত দুজনের অবস্থার অবস্থার অবনতি দেখা দিলে রাতেই তাদের রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবক ডালিমের লাশ দাফন প্রক্রিয়া চলছিলো।