Untitled

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনীর সদস্যরা বগুড়ার উদ্দেশে রওনা হন। চুয়াডাঙ্গা নুরনগর জাফরপুরে নবনির্মিত স্টেডিয়ামে সেনাবাহিনীর সদস্যরা তাবু গড়েন। পার্শ্ববর্তী যুব উন্নয়ন কেন্দ্রেও ছিলেন সেনা সদস্যরা। দশম জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার নিজ নিজ ছাউনিতে ফেরেন তারা।

অপরদিকে মেহেরপুর থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনা সদস্যরা। নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের লক্ষ্যে ২৬ ডিসেম্বর থেকে মেহেরপুরে সেনা মোতায়েন করা হয়। বগুড়া সেনানিবাসের ২৯ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারর মেজর শাহজাহানের নেতৃত্বে ১৬৭ জন সেনা সদস্য মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেন।