সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২০ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সভাটির আয়োজন করে। আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে ৪ মে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সদর ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান, আলমডাঙ্গার ইউএনও লিটন আলী, দামুড়হুদার ইউএনও এসএম মুনিম লিংকন, ফাজিল মাদরাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, এসএম জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু ছালেহ মো. সালাহউদ্দিন, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাহেরুল ইসলাম, জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন ও তেতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছর এইচএসসি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)/এইচএসসি (ভোকেশনাল)/আলিম পরীক্ষায় ২০টি কেন্দ্রে মোট ৮ হাজার ৯৬৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। এরমধ্যে এইচএসসি ৬ হাজার ৭৮০ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ১ হাজার ৬৩৬ জন, এইচএসসি (ভোকেশনাল) ২৫০ জন এবং আলিম পরীক্ষায় ৩০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলায় বিগত জেএসসি ও এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করতে হবে এবং সূচারুরূপে সম্পন্ন করতে হবে। সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রশ্নপত্র খোলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা সৃষ্টি না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে উদ্বিগ্নের বিষয় করোনা ভাইরাস। আপনাদের সচেতন থাকতে হবে। আপনার পাশে যারা থাকবেন, তাদের সচেতন করতে হবে। বিদেশ থেকে যারা আসবেন তাদের সম্পর্কে প্রশাসনকে জানাবেন। মুজিববর্ষ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ চলছে। আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। ক্লিনারের একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনারা শিক্ষার্থীদের বলবেন।