চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার: ‘মতবিরোধ থাকতেই পারে, দেশ ও দেশের স্বার্থ নিয়ে বিরোধ থাকা উচিৎ নয়। দেশ বিরোধী চক্রান্তকারীদের উৎখাত আমাদের তথা দেশপ্রেমিক সকলেরই দায়িত্বের অংশ। আমরা ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীন দেশ পেয়েছি। যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি সেই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে যাদের কষ্ট হয়, স্বাধীনতার চেতনা যাদের মধ্যে অনুপস্থিত তাদেরকে আর যাই হোক দেশপ্রেমিক বলা চলে না।’
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি উপরোক্ত অভিমত ব্যক্ত করে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের যে অবদান ছিলো তা কোনোভাবেই অস্বীকার করার জো নেই। পাক হানাদার বাহিনী যখন গণহত্যাসহ নির্মম অত্যাচার শুরু করে তার তথ্য ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরে সাংবাদিকবন্ধুরা মহান মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ে যে সহযোগিতা করেন তা ইতিহাসের পাতায় অম্লান হয়ে রয়েছে। এখনও মুক্তিযুদ্ধের চেতনা ছড়ানোসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের দায়িত্ব অনেক। নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতিকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আগে যখন চুয়াডাঙ্গায় আসেন এবং যশোরে অবস্থান করেন তখন একান্তে আলাপচারিতার খ-াংশ তুলে ধরে বলেন, দূরদর্শী দেশদরদী মানুষের বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কোনো সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ সত্যিই প্রংসার দাবি রাখে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ ও অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান এসএম শামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র প্রেসক্লাবের দাতা সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির এবং প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন।
অনুষ্ঠানমালার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ শিক্ষক প্রথিতযশা সাংবাদিক মাহাতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন। প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটি পৃথকভাবে শপথ গ্রহণ করেন। শপথগ্রহণের পর নব-নির্বাচিত দুটি কমিটিকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। এদের মধ্যে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পক্ষে সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, নজরুল গবেষণা একাডেমির পক্ষে অমিতাভ মিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অন্যতম।
আলোচনাসভায় বিশেষ অতিথিদের মধ্যে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বচ্ছ্বতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানান। পুলিশ সুপার অপ-সাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতাকে রুখতে নব-নির্বাচিত দুটি কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক হওয়ার তাগিদ দেন। জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কর্মকা-কে গতিশীল করতে পূর্বের মতোই সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন। সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গায় মুক্তমনে সাংবাদিকতার মাধ্যমে চুয়াডাঙ্গার কল্যাণে কাজে করার তাগিদ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বক্তব্যে নব-নির্বাচিত দুটি কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বজুড়ে আলোচিত করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। পৌর মেয়র আয়োজনে বিলম্বে উপস্থিত হওয়ায় আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তিনি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, নির্বাচনের পরপরই আমারা পৌর পরিষদ নির্বাচিত দুটি কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করিয়েছিলাম।
প্রসঙ্গত: গত ডিসেম্বরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। গতকাল শপথ ও অভিষেক অনুষ্ঠানে করোনা সঙ্কটের কারণে অনেকটাই সীমিত করা হয়।