স্টাফ রিপোর্টার: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে ডুসাক শিক্ষাবৃত্তি -২০২০ প্রদান করা হবে। ডুসাক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমপি মাহবুবউল আলম হানিফ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগর টগর, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্র্যাঞ্চ-প্রধান মীর শহীদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত আইজিপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও ডুসাক প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক আহমেদ পিপুল। এছাড়া ঢাকাস্থ চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থাকবেন। প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডুসাক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ও সভাপতিত্ব করবেন ডুসাক সভাপতি মো. নাজমুল হোসাইন সুজন।