স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডায় দু নির্মাণশ্রমিক হত্যা মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম সোহাগ (২৬) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল বুধবার বাড্ডা আফতাব নগর এলাকায় মত্স্য খামার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সোহাগের কাছ থেকে উদ্ধার করেছে একটি গুলিভর্তি পিস্তল। গতপরশু মঙ্গলবার সকালে উত্তর বাড্ডা, ময়নারবাগ, (বাড্ডার হোসেন মার্কেট সংলগ্ন) এলাকায় চাঁদাবাজদের গুলিতে নিহত হন নির্মাণশ্রমিক মিলন হাওলাদার ও শ্রমিক ঠিকারদার ফারুক হাওলাদার। একই ঘটনায় আহত হয় নির্মাণশ্রমিক মাহমুদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ হত্যার ঘটনায় জায়গার মালিক ফারুক হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলায় নিহত মনিরুল ইসলাম সোহাগসহ কয়েকজনকে আসামি করা হয়।