মরণোত্তর চক্ষুদানের ঘোষণা দিলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বুধবার সন্ধানী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদানের কথা ঘোষণা করেছেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে বিপুল করতালির মধ্যে রাষ্ট্রপতি ঘোষণা করেন, ‘আমার চোখে গ্লুকোমা রোগ আছে। আমি নিশ্চিত নই আমার কর্নিয়া দান করাটা কোনো কাজে আসবে কি-না। যদি এতে কোনো সহায়তা হয় তাহলে আমি মরণোত্তর চক্ষুদানের কথা ঘোষণা করছি। রাষ্ট্রপতি সমাজের সকল শ্রেণির মানুষকে রক্তদান এবং মরণোত্তর চক্ষুদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমি বহুবার স্বেচ্ছায় রক্তদান করেছি। বর্তমানে আমি বয়সের কারণে রক্তদান করতে পারছি না। কিন্তু আমি সবসময় স্বেচ্ছায় রক্তদানের সামাজিক আন্দোলনে সমর্থন দিয়ে যাবো। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. আলী আসগর মোড়লের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।