দৌলতদিয়াড়ে ঘুড়ি উড়োনো দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ঘুড়ি উড়োনো আনন্দ কেড়ে নিলো সাড়ে বছর বয়সী হোসাইনের প্রাণ। আর তার বড় ভাই ৮ বছর বয়সী সামাদের জীবনে এলো কালো স্মৃতি হিসেবে। গতপরশু সোমবার সন্ধ্যায় দৌলাতদিয়াড় দক্ষিণপাড়াস্থ নিজেদের বাড়ির ঘরের ছাদে উঠে ঘুড়ি উড়াতে গেলে ছোটভাই হোসাইন ছাদ থেকে আছড়ে পড়ে। ওইদিন রাতেই তাকে রাজশাহী নেয়ার পথে সে মারা যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার শরিফুল ইসলামের দু ছেলে সামাদ ও হোসাইন। দু ভাই পরশু ঘরের ছাদে উঠে ঘুড়ি উড়াচ্ছিলো। সন্ধ্যায় ছোটভাই ছাদ থেকে আছড়ে পড়ে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়। উদ্ধার করে প্রথমে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। রাতেই তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। লাশ নেয়া নিজ বাড়িতে। নিকটজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।