বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই ফেল!

মাথাভাঙ্গা মনিটর: মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পর একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় স্বপ্ন হলো উচ্চশিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখা। ভর্তি পরীক্ষায় কি পাস নম্বর থাকে? থাকা উচিত? এসব প্রশ্নের জবাব খোঁজার আগেই যদি ভর্তিচ্ছুদের সকলকেই ফেল করিয়ে দেয়া হয় তাহলে কি বুঝতে হবে? বোঝবুঝির বিষয়টি নিয়েই লাইবেরিয়ার অভিভাবক ও শিক্ষমন্ত্রী রয়েছেন। সরকার পরিচালিত ইউনিভার্সিটি অব লাইবেরিয়ার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দাবি করার পর শিক্ষার্থীদের মধ্যে হতাশা বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ না থাকায় এবং ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞান না থাকায় এ ফল বিপর্যয় ঘটেছে। ২৫ হাজার পরীক্ষার্থীর সকলেই অকৃতকার্য হওয়ার ফলে এখন পরবর্তী করণীয় খতিয়ে দেখা হচ্ছে।