স্টাফ রিপোর্টার: তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে দামুড়হুদায় ব্র্যাক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ে বই প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার লেখা অগ্রযাত্রার বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ এবং অদম্য বাংলাদেশ নামের ৩শ’ পিস বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ।