স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক রোগীর তরফে অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদ-াদেশ দেন। আদালতসূত্র বলেছে, ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদ-াদেশ দেয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পাঁচকমলাপুরের আব্দুল হান্নানের স্ত্রী রুনা খাতুন অসুস্থ। তার ইউরিন পরীক্ষার জন্য বলেন চিকিৎসক। ইউরিন পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা ডায়গনস্টিক সেন্টারে নেয়া হয়। খুবই স্বল্পসময়ে ইউরিন পরীক্ষার কাগজ হাতে ধরিয়ে দিলে রোগীর সাথে থাকা লোকজনের সন্দেহ হয়। সংবাদিক পলাশ বিষয়টি জানার পর তিনি জেলা প্রশাসনকে অবহিত করেন। বিষয়টি দেখার জন্য জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসারকে বলেন। তিনি সহকারী কমিশনারকে (ভূমি) সরেজমিনে দেখে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন। সহকারী কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানার পর ডায়াগনস্টিকের মালিক জাকির মুনসাদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন সদর হাসপাতালের প্যাথলজিস্ট ডা. শিরিন জেবীন সুমি। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। সদর থানার পুলিশও ছিলো ঘটনাস্থলে।