ডিঙ্গেদহের সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে মতবিনিময়

 

ভালাইপুর প্রতিনিধি: নারী নির্যাতন, বাল্যবিয়ে, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, ইউকে এইড এর অর্থায়নে মতবিনিময়সভায় সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠে প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগাম পারসন নাজরানা ইয়াছমিন হিরা। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, শংকরচন্দ্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত মাহমুদ, ইউপি সচিব ফয়জুর রহমান, ইউপি সদস্য রাশিদা খাতুন, কম্প্যাপ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান, প্রত্যাশার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, প্রোগাম অফিসার রাজিন সালমান। সহযোগিতায় ছিলেন প্রকল্পে ফিল্ড ভলান্টিয়ার্স সাজেদুল ইসলাম।