এক বছরে ৫৮ বিজিবির অভিযানে প্রায় ৪ কোটি টাকার মাদকসহ আটক ১২০

 

 

মহেশপুর প্রতিনিধি: মাদকে ভাঁসছে মহেশপুর। গত এক বছরে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার মাদকসহ ১২০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বিজিবি সূত্রে প্রকাশ, গত জানুয়ারি হতে ডিসেম্বর/১৯ পর্যন্ত ৫৮ বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকার মাদকদ্রব্যসহ ১২০ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ৫২ হাজার ৫৪০ বোতল, মদ ৪ হাজার ১৮২ বোতল, সাড়ে ৫ লিটার মদ, গাঁজা প্রায় ১৯ কেজি, হেরোইন ৮শ’ গ্রাম, ইয়াবা ১ হাজার ২৮৪ পিস। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ ৯২ হাজার ১৯২ টাকা এবং এর সাথে সংশ্লিষ্ট ১২০ মাদক ব্যবসায়ীকে আটক করে।

দেশে মাদক চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে ঝিনাইদহ জেলা অন্যতম। মাদক চোরাচালানের সিংহভাগ ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা উৎসস্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। মহেশপুর উপজেলার যাদবপুর, গোপালপুর, জলুলী, সামন্তা, পলিয়ানপুর ঘাট দিয়ে এ সকল মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। জেলার কালীগঞ্জ শহরে রয়েছে অসংখ্য মাদকের মহাজন। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মাদক। বর্তমান সরকার মাদকের বিষয়টি জিরো টলারেন্সে অবস্থান করার কারনে অভিযান বেশী বেশী হচ্ছে। কিন্তু আটক যা হচ্ছে তা পাচারের তুলনায় খুবই কম।

৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান বলেন, মাদক ও চোরাকারবারীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, গরু চোরাকারবারী বেড়ে গেলে মাদককারবারীও বেড়ে যায়। সে কারনে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি।