স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আলমডাঙ্গার কৃতি সন্তান আমিনুর রহমানের আলমডাঙ্গা সরকারি কলেজ ও ব্রাইট মডেল স্কুল পরিদর্শন

আলমডাঙ্গা ব্যুরো: স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আলমডাঙ্গার কৃতি সন্তান মো. আমিনুর রহমান আলমডাঙ্গা সরকারি কলেজ ও ব্রাইট মডেল স্কুল পরিদর্শন করলেন। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে উপস্থিত হলে শিক্ষকমন্ডলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপ-সচিব আমিনুর রহমান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন। তিনি বলেন, তোমরা যারা লেখাপড়া করছো, তারা যে কোনো একটি লক্ষ্য নিয়ে পড়াশোনা করে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি নিজেও ছোটবেলা থেকে প্রকৌশলী হতে চেয়েছিলাম, তা হয়েছি। পরে পিতার ইচ্ছায় প্রশাসনিক সার্ভিসে এসেছি। যদি লক্ষ্য স্থির করতে পারো তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব, আমি এই মাটির সন্তান হিসেবে কিছু করতে চাই। পরে শিক্ষক কমনরুমে সকল শিক্ষকদের সাথেও মতবিনিময় করেছেন। এ সময় তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের ভুয়সী প্রশংসা করেন আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান পাইলট স্কুল ও ডিগ্রি কলেজকে সরকারিকরণ করার জন্য। এছাড়াও অধ্যক্ষকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। কলেজে শিক্ষার্থীদের ক্লাস রুমের সঙ্কট থাকায় একটি বড় বিল্ডিং করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। তবে সংসদ সদস্যের ডিও লেটার নেয়ার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক মামুন রেজা, মহিতুর রহমান, আলম হোসেন, ইকবাল হোসেন, আব্দুল মালেক, ড. মাহবুবুর রহমান, তাপস রশিদ, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আবু সাইদ, ফারুক হোসেন, নুরুজ্জামান, আব্দুল হাই, লিটন আলী, আমিরুল ইসলাম, তাসলিমা খাতুন, দিলরুবা শিরিন।   এরপর আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলে পৌঁছুলে স্বাস্থ্য মন্ত্রালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমানকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। পরে তিনি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মুজিববর্ষ ও শিক্ষা বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, ব্রাইট মডেল স্কুলের অধ্যক্ষ ফখরুল আলম, প্রধান শিক্ষক ওবাইদুল আজাদ জনি, সহকারী শিক্ষক গোলাম মুন্তাকিম রাজু, শরিফুল ইসলাম, লাল মোহাম্মদ, হাবিবুর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম জাদু, আব্দুর রহমান বিটু প্রমুখ।