জয়পুরহাট হাটের খুন মামলার আসামি হারদী থেকে গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: জয়পুরহাট জেলার তাজপুরের রেজুয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হারদী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হত্যা মামলার আসামি স্বাধীন ম-ল সৌর প্যানেল মিস্ত্রি। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। হত্যা মামলার আসামি হলে তিনি এলাকা থেকে পালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে স্থান পরিবর্তন করে অবস্থান করে আসছিলেন।
পুলিশসূত্রে জানা যায়, গত বছর ২২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার সদর উপজেলার হাজিপাড়া গ্রামের সালাম মহুরারের ছেলে রেজুয়ানের সাথে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ওই শত্রুতার জের ধরে খোরশেদ চেয়ারম্যানের চিহ্নিত ও পালিত সন্ত্রাসীরা গত বছর ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় রেজুয়ানকে হত্যা করে। পাঁচবিবি উপজেলার কদমতলী জিয়ার মোড় নামক স্থানে রেজুয়ানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরদিন রেজুয়ানের মা রোজিনা বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতকে প্রধান আসামি করে মোট ৮ জনসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়। মামলায় অন্যান্য আসামিরা হলো বলিঘাটা গ্রামের আবুল ফকিরের ছেলে শিপন, হেলকুন্ডা গ্রামের তমেজ উদ্দিনের ছেলে মোহসীন, পাটাবুকা গ্রামের আবুল হোসেন ছেলে আনিছুর রহমান, আব্দুর রহিমের ছেলে মহরম, খাসবাগুড়া গ্রামের রেজাউল করিমের ছেলে স্বাধীন ম-ল ও হাজিপাড়া বড়তাজপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আশরাফ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, বাদীপক্ষের দেয়া তথ্য যাচাইবাচাই করে ৭ ফেব্রুয়ারি হারদী গ্রাম থেকে স্বাধীন ম-লকে গ্রেফতার করা হয়। তিনি হারদী গ্রামে অবস্থান করে সৌর প্যানেল স্থাপনের কাজ করতেন। ইতঃপূর্বে তিনি জীবননগর উপজেলায় অবস্থান করতেন। তিনি এক স্থানে বেশিদিন অবস্থান করেন না। ঘন ঘন স্থান পরিবর্তন করতেন।