আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজমাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীরকে সুস্থ সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সত্যিকারের মানুষ হতে যেমন লেখাপড়ার বিকল্প নেই, তেমনি শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। যার প্রমাণ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বহু যুবক আজ প্রতিষ্ঠিত। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির”জ্জামান, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান ফতু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা. শাফায়েতুল ইসলাম হিরো, অভিভাবক ইমতিয়াজ, আশরাফুল করিম দুদু প্রমুখ। খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।