স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে। এর আগে দুই দলের অধিনায়ককে নিয়ে গতকাল বৃহস্পতিবার ট্রফি উন্মোচন করা হয়েছে। দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচ জেতার রেকর্ড খুবই কম। সবশেষ ৮ টেস্টের সবকটিতে জিতেছে শাদা পোশাকের বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া হলেও শাদা পোশাকের ক্রিকেটে বরাবরই মলিন টাইগাররা। শেষ দশ টেস্টের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর ভারতের মাটিতে দুই টেস্টেই হারে আড়াই দিনে। তবে পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী মুমিনুল হক। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আপনি জানেন, দেশের বাইরে টেস্ট আমরা এতটা ভালো খেলতে পারি না। আমাদের মনোযোগ থাকবে নিজেদের উন্নতির দিকে এবং আমরা ভালো খেলতে চাই।’