আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পারকলা গ্রামে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পারকুলা স্কলার মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীরা পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামের নারী ও পুরুষের সাথে সভা করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রথমে স্কলার মডেল স্কুলে ও পরে শিক্ষার্থীরা গ্রামে সচেতনতা বৃদ্ধি সভা করে। স্কলার মডেল স্কুলের সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে বিদ্যালয়ের ক্লাস শেষে পারকুলা গ্রামে গিয়ে সভায় শিক্ষার্থীরা নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। আলোচনা শেষে উপস্থিত নারী-পুরুষগণ নিজ বাড়িতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য স্বাস্থ্যসম্মত টিউবওয়েল ও টয়লেট বসানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের অ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা তামান্না, ইউনিট ম্যানেজার ইনারুল ইসলাম ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোমিরুল ইসলাম, পারকুলা স্কলার মডেল স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহামুদুল হাসান, সহকারী শিক্ষক আব্দুল্লাহ, মাসুদ রানা, মিলন, কানিজ ফাতেমা, জুলিয়া খাতুন প্রমুখ। বিদ্যালয়ে ওয়াশ বিষয়ক আলোচনার পর শিক্ষার্থীরা পানি ও স্যানিটেশন বিষয়ে এলাকার নারী পুরুষদের উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৩টি জেলায় সকলের জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকল্পে অ্যাকসেস প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তাদের নিজ গ্রামে আলোচনা করবেন। প্রকল্পটিতে ওয়াটার ও আরজি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।