বাল্যবিয়ে শিশু পাচার রোধে শিক্ষার্থীদের ক্লাস নিলেন মুজিবনগর থানা ইনচার্জ

মুজিবনগর প্রতিনিধি: নিরাপদ সড়ক, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু পাচার রোধ, ইপটিজিং ও মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ক্লাস নিলেন মুজিবনগর থানা ইনচার্জ মো. আব্দুল হাশেম। গতকাল বুধবার দুপুরের দিকে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৯ম ও ১০ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন তিনি। এসময় ওসি মো. আব্দুল হাশেম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। বাবা মা ও শিক্ষকদের সাথে বন্ধুসুলভ ব্যবহারের পাশাপাশি নিজেদের মধ্যে ভাতৃত্ববোধের মাধ্যমে সকলের মন জয় করা প্রয়োজন। তরুণ প্রজন্ম আজ বিপথগামী। মাদকসহ বিভিন্ন অপর্কমের সাথে যুক্ত হচ্ছে তারা। এ বিষয়ে সকলকে সজাগ থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।