মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে মুন্সিগঞ্জ পশুহাট চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা ইন্সপেক্টর (তদন্ত) গাজী শামীমুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) স্বপন কুমার, এসআই জুয়েল, এসআই আশিক, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি টুআইসি এএসআই ইলিয়াস হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, মতিয়ার রহমান ও ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ উপস্থিত স্থানীয়দের কাছ থেকে অভিযোগগুলো মনযোগ সহকারে শোনেন এবং প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, জঙ্গি মাদক সন্ত্রাস দুর্নীতি সমাজ থেকে দূর করতে না পারলে এদেশে উন্নতি সম্ভব না। এগুলোকে সমাজ থেকে দূর করতে হবে। বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে সশস্ত্র যুদ্ধ শুরু করেছিলো বাংলাদেশ পুলিশ বাহিনী। বঙ্গবন্ধুকে হত্যার সময় এক পুলিশ অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছিলো। গণঅভ্যুত্থান ও ভাষাআন্দোলনে পুলিশের ভূমিকা ছিলো। মুন্সিগঞ্জ বাজারে যারা টাপেন্টা বিক্রি করে তাদের ব্যাপারে তথ্য দিন। ৯৯৯ ফোন দিলে কাউকে অযথা গ্রেফতার করা হয় এটা ভুল ধারণা, ৯৯৯ এ ফোন দিলে সেটা গুরুত্ব সহকারে দেখা হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। এ পর্যন্ত ৯৯৯ এর মাধ্যমে ৬০ লাখ মানুষের সেবা দান করা হয়েছে। এ সময় থানাকে দালাল মুক্ত করতে ও বাল্যবিয়ে, মাদক সন্ত্রাস দুর্নীতি দমনে সকলের সহযোগিতা চান তিনি।