দামুড়হুদায় দলগতভাবে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূর্বরামনগর দর্শনা বালিকা এবং দর্শনা কলেজ প্রথম
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিএম ইমরান হোসেন, ডা. রোকনুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী প্রমুখ। দলগতভাবে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করে দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়স্থান লাভ করে। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম, বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ ২য় এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৃতীয়স্থান লাভ করে। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে দর্শনা সরকারি কলেজ প্রথম, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ তৃতীয়স্থান লাভ করে। প্রতিযোগিতায় বিচারক ম-লীর দায়িত্ব পালন করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জহুরুন নেছা, দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও আক্কাচ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা।