স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মনের মানুষ’ ছবির প্রখ্যাত শিল্পী আব্দুল লতিফ শাহ পশ্চিমবঙ্গ বিজয়-লালন মেলা ও লোক উৎসব গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছেন। গত ২৪-২৬ জানুয়ারি নদীয়ার বহিরগাছির লাফিং ক্লাব আয়োজিত লোক উৎসবে গান পরিবেশন করেন তিনি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুরের একুশে পদকপ্রাপ্ত মরমি সাধক খোদা বকশ শাহের ছেলে আব্দুল লতিফ শাহ বহিরগাছি লাফিং ক্লাবের সম্পাদক বিপ্লব কুমার বিশ্বাসের আমন্ত্রণে গত ২৪ জানুয়ারি ভারতে যান।
পশ্চিমবঙ্গ বিজয়-লালন মেলা ও লোক উৎসবে বাংলাদেশের আব্দুল লতিফ শাহ এবং ভারতের বাউল শিল্পী অর্জুন ক্ষ্যাপা, গোলাম ফকির, নূর ফকির, ইলা মা, শুভাদ্রা রাণী ও সারেগামাপা’র শিল্পীরা এ সময় গান পরিবেশন করেন।
শিল্পী আব্দুল লতিফ শাহ গত ২৭ জানয়ারি লোক উৎসব শেষে ভারতে থেকে দেশে ফিরেছেন। তিনি জানান, অনুষ্ঠাটি এতো বড় আয়োজন ছিলো, তা না দেখলে বিশ্বাস করা যায় না। সেখানে তিন শতাধিক শিল্পী গান পরিবেশন করেন। বাংলাদেশ থেকে তিনিই আমন্ত্রিত ছিলেন। সমগ্র আয়োজনটি খুব ভালো লেগেছে।