জীবননগরে  ১ কেজি ২শ’ গ্রাম সোনার অলংকার উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা উপজেলার শিংনগর হালদারপাড়ায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে পাচার করে আনাকালে ৬২ লক্ষাধিক টাকা মূল্যমানের স্বর্ণের বিভিন্ন অলঙ্কার উদ্ধার করেছে। গতকাল সোমবার বিকেলে সীমান্তের ৭৩/৩-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানকালে স্বর্ণ চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথায় থাকা বস্তা ফেলে ভৌঁ-দৌঁড় দেয়। চোরাচালানীর ফেলে যাওয়া বস্তা থেকে বিজিবি ১ কেজি ২১০ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার উদ্ধার করে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নসূত্রে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে রাজাপুর বিওপির বিজিবি জওয়ানরা শিংনগর হালদারপাড়ায় অভিযান পরিচালনা করে। বিকেল সোয়া ৩টার সময় সীমান্তের ৭৩/৩-এস পিলারের সন্নিকটে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথায় থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যক্ত বস্তা থেকে ৭৮টি স্বর্ণের আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, হাতের ৬টি ব্যাচলেট ও ৩টি হার উদ্ধার করে। উদ্ধারকৃত গয়নার ওজন ১ কেজি ২১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের অলংকার চুয়াডাঙ্গা জেলা ট্রেজারীতে জমা দেয়া হয়েছে বলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ডিএডি নজরুল ইসলাম খান দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন।