স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়। প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা কর্তৃক বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার সহযোগিতায় ছিল লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল। সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, মেডিকেল অফিসার (এমও ক্লিনিক) ডা. বেলাল উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের (চুয়াডাঙ্গা প্রোগ্রাম) ডা. শাফিউল কবীর জিপু।