কোলকাতা নাইট রাইডার্সের ৮০ লাখ টাকা জালিয়াতি

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই আসরের চ্যাম্পিয়ন দল কোলকাতা নাইট রাইডার্স। বলিউডের কিং শাহরুখ খানের মালিকানাধীন দল কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ৮০ লাখ টাকা জালিয়াতি করেছেন ফ্রাঞ্চাইজিটির এক অফিসিয়াল। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেকেআরে কর্মরত ছিলো এ সিং নামে এক ব্যক্তি। বিভিন্ন ভেন্ডারদের কাছে থেকে কেকেআরের ক্রিকেট সরঞ্জাম ক্রয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা বিল জমা দিয়ে ক্রীড়াসরঞ্জাম ভেন্ডারদের কাছ থেকে কমিশন বাবদ ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এ সিং নামে ওই ব্যক্তি। টানা সাত বছরে এ জালিয়াতি করেছেন তিনি। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে কোলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষ। এ সিংয়ের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করা হয়েছে।

পুলিশসূত্রে জানা যায়, এ সিং বিভিন্ন ভেন্ডারদের বেশি টাকার বিল তৈরি করতে বাধ্য করতেন। সেখান থেকে নিজের কমিশন আদায় করতেন। কোনো ভেন্ডার বেশি টাকার বিল জমা দিতে রাজি না হলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দিতেন এ সিং। সম্প্রতি কোলকাতা নাইট রাইডার্সের অডিট হয়। সে সময় এই জালিয়াতি ধরা পরে। মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কেকেআরের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। কোলকাতা নাইট রাইডার্সের বক্তব্য, ক্ষমতার অপব্যবহার করে ফ্রাঞ্চাইজিটির আর্থিক ক্ষতি করেছেন এ সিং।