জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে মডেল মসজিদ কমেপ্লেক্স ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দলীয় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হাজি আলী আজগার টগর এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেলেন। তিনি বলেন, আমার জানা মতে বহির্বিশ্বের কোনো মুসলিম দেশে সরকারি অর্থায়নে এতো অধিক সংখ্যক মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নজির নেই। সংসদ সদস্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ইসলামিক ফাউন্ডেশন ও বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্দ দিয়ে ইসলামিক মূল্যবোধের উদাহরণ সৃষ্টি করেছেন। তার সুযোগ্য কন্য দেশজুড়ে মডেল মসজিদ স্থাপন করে অনন্য উচ্চতায় নাম লেখালেন। তিনি বলেন এটি আওয়ামী লীগ সরকারের মুজিব বর্ষের উপহার। যার ফল দেশের মানুষ ভোগ করতে থাকবে।
দুপুরে জীবননগরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। উপস্থিত ছিলেন, এএসপি (সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আলী, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি প্রমখ এ সময় উপস্থিত ছিলেন। ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে ও গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স ও গ্যালাক্সি অ্যাসোসিয়েট যৌথভাবে ১২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বলে জানা গেছে।
দামুড়হুদা ব্যুরো জানিয়েছে, দামুড়হুদায় ১১ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৯৩১ টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপপরিচালক এবিএম রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) কেএম জাহাঙ্গীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, জাফর আলী, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, ইফার দামুড়হুদা উপজেলা সুপারভাইজার মারিয়া মাহবুবা, গণপূর্ত বিভাগের কর্মকর্তা শওকত আলী, শফিকুল ইসলাম, মাহফুজ হোসেন, ঠিকাদার মেসার্স গ্যালাক্সি অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী ইলিয়াস হোসেন ও আলী নূর কিবরিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা মতি, জসিম, হাশেম মেম্বার, মুনছুর মেম্বার, সাইদ মেম্বার, যুবলীগ নেতা হযরত আলী, আ. করিম, উপজেলা প্রজন্মলীগের সভাপতি হাসান আল বাখার ডলার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপপরিচালক এবিএম রবিউল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান।